• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

সমুদ্র উত্তাল: সতর্ক অবস্থানে উপকূলের জেলেরা

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৫
সমুদ্র উত্তাল: সতর্ক অবস্থানে উপকূলের জেলেরা
ছবি : আরটিভি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল থেকে সমুদ্রে ঝড়ের তীব্রতা বেড়ে যায়।

রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বৃষ্টির সঙ্গে সঙ্গে বাতাসের গতিও কিছুটা বৃদ্ধি পায়। ফলে জেলেরা গভীর সমুদ্রে টিকতে না পেয়ে উপকূলের বিভিন্ন স্থানে নিরাপদে আশ্রয় নিয়েছেন।

শনিবার সকাল থেকে রোববার দুপুর পর্যন্ত মৎস্য বন্দর আলীপুর-মহিপুর খাপড়াভাঙ্গা নদীতে দেশের বিভিন্ন এলাকার সহস্রাধিক মাছ ধরা ট্রলার আশ্রয় নেয়। সমুদ্র উত্তাল থাকায় আবহাওয়া বার্তায় ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তবে নিরাপদে ফেরার পথে কোন মাছ ধরার ট্রলার সমুদ্রে নিমজ্জিত হওয়ার খবর পাওয়া যায়নি।

সূত্র জানিয়েছে, এখনও কিছুসংখ্যক মাছ ধরার ট্রলার তীরে আসতে পারেনি। রোববার সন্ধ্যার মধ্যে সবগুলো ট্রলার ঘাটে এসে পৌঁছানোর কথা ছিল। এমনটাই জানিয়েছেন এখানকার ট্রলার মালিকরা। কুয়াকাটা সংলগ্ন আলীপুর-মহিপুর খাপড়াভাঙ্গা নদীতে নিরাপদে আশ্রয় নিয়ে নোঙর করে আছে শত শত ট্রলার। এ ছাড়াও উপকূলীয় অঞ্চলের বিভিন্ন নদী খালে ও সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে শতাধিক মাছধরা ট্রলার নিরাপদ আশ্রয় নিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

সমুদ্র থেকে ফিরে আসা এফবি তামান্না ট্রলারের মাঝি মো. ইউনুচ মিয়া বলেন, ‘গত মাসের শেষ দিকে সমুদ্রে ভালো মাছ ছিলো। বেশি মাছ পাবার আশায় সাগরে গিয়েছিলাম। চারদিন ফিসিং করার পরে হঠাৎ সমুদ্র উত্তাল হয়ে ওঠে। তাই ঘাটে ফিরে এসেছি। আড়াই লক্ষ টাকার মাছ বিক্রি করেছি। আবহাওয়া ভালো হলে সমুদ্রে যাবো।’

মৎস্য বন্দর আলীপুরের আড়ৎদার ব্যবসায়ী আব্দুল জলিল ঘরামী বলেন, ‘সমুদ্র উত্তাল থাকায় অধিকাংশ মাছ ধরার ট্রলার উপকূলের বিভিন্ন নদ-নদীতে নিরাপদ আশ্রয় নিয়েছে। বাকি ট্রলারগুলো সন্ধ্যার মধ্যে ঘাটে ফিরে আসার কথা রয়েছে।’

আবহাওয়া সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি রোববার সকাল ৬টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৭৫ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে অবস্থান করছিলো। এ নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। উপকূলের অনেক স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। তাই উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পটুয়াখালী‌ জেলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাহাত হোসেন বলেন, ‘বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ রয়েছে। তাই সকল মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উত্তাল সমুদ্রের চারপাশে মানুষের ঢল, এ যেন আরেক জাহেলিয়াত!
কক্সবাজার সমুদ্র সৈকতে কাউন্সিলরকে গুলি করে হত্যা
অস্ট্রেলিয়ায় সমুদ্রে বিধ্বস্ত বিমান, নিহত ৩
সীমান্ত ঘেঁষে রাস্তা নির্মাণের প্রস্তুতি, বিজিবির সতর্ক অবস্থান