• ঢাকা শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১
logo

মাগুরায় যৌথবাহিনীর বিশেষ অভিযান, অস্ত্র-গুলিসহ আটক ১

আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৯
মাগুরায় যৌথবাহিনীর বিশেষ অভিযান, অস্ত্র-গুলিসহ আটক ১
ছবি : সংগৃহীত

মাগুরার মহম্মদপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম রাশেদুজ্জামান (২৬)। এ সময় রাশেদ নামে ওই যুবকের কাছে থেকে ১টি রিভলভার, ৪ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রোববার (৮ সেপ্টেম্বর) উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের কালিশংকরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাশ মণ্ডল।

গ্রেপ্তার রাশেদুজ্জামান কালিশংকরপুর গ্রামের আকরাম মোল্লার ছেলে।

জানা যায়, গোপন তথ্যে যৌথবাহিনী জানতে পারে যে রাশেদুজ্জামানের বাড়িতে অস্ত্র ও গুলি রয়েছে। পরে সেখানে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালালে তার বাড়িতে থাকা ট্রাংক থেকে একটি দেশীয় রিভলভার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া ১৫০ সিসির একটি কালো পালসার মোটরসাইকেল, একটি চাকু এবং ২৮ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে মহাম্মদপুর থানার ওসি ঠাকুর দাশ মণ্ডল বলেন, রোববার সকালে যৌথবাহিনীর সঙ্গে অভিযান করার সময় জানতে পারি যে রাশেদুজ্জামানের বাড়িতে অবৈধ অস্ত্র-গুলি আছে। পরে অভিযান চালিয়ে তার ঘর থেকে একটি দেশীয় তৈরি রিভলভার, চার রাউন্ড গুলি, একটি চাকু, নগদ ২৪ হাজার ৫০০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। রাশেদুজ্জামানকে থানায় নেওয়া হয়েছে। তার নামে থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলার কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হবে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধুমতি নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২
কক্সবাজারে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
ঢাকা কলেজস্থ মাগুরা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন