• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে কিশোরের মরদেহ নিয়ে গেল বিএসএফ

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪০
ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর নিহত
ছবি : আরটিভি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ধানতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শ্রী জয়ন্ত নামে (১৫) এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে বালিয়াডাঙ্গী উপজেলা ধনতলা সীমান্তের ৩৯৩নং পিলার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজির আহম্মদ।

নিহত জয়ন্ত বালিয়াডাঙ্গী লাহীড়ির ধানতলা ইউনিয়নের বটতলী গ্রামের মহাদেবের ছেলে।

আহতরা হলেন- নিহত জয়ন্তের বাবা মহাদেব (৩৫) ও একই এলাকার দেবারুক (৩৬)।

এ দিকে নিহতের স্বজনরা দাবি করেছেন, গুলি করে জয়ন্ত’র মরদেহ বিএসএফ নিয়ে গেছে।

স্থানীয়রা জানান, এক দালালের পরামর্শে অবৈধভাবে ভারতে যেতে চেষ্টা করে ধনতলা ইউনিয়নের ১৮ থেকে ২০ জনের একটি দল। ভোরে ধনতলা বিওপির ৩৯৩নং পিলারসংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে ওপাড়ের ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তাদের মধ্যে জয়ন্ত নামে এক কিশোর নিহত হয়। এ সময় আরও দুজন আহত হলেও পালিয়ে যান তারা।

এ বিষয়ে ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজির আহম্মদ বলেন, ‘ঘটনা শুনেছি। কেন এমন ঘটনা ঘটেছে? তা খতিয়ে দেখা হচ্ছে। আহতদের বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএসএফের বেড়া, আতঙ্কে সীমান্ত এলাকার মানুষ
পাঁচবিবি সীমান্তে ফাঁকা গুলি ছুড়ল বিএসএফ
সাতক্ষীরা সীমান্তে কৃষককে জমি চাষে বিএসএফের বাধা
কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে সীমান্তে উত্তেজনা বাড়ছে