• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

মসজিদে পাওয়া অস্ত্র দুটি সাবেক এমপি হেনরী ও চেয়ারম্যান লাবুর

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৭
ছবি : আরটিভি

সিরাজগঞ্জে নির্মাণাধীন একটি মসজিদের সিঁড়ির নিচ থেকে পাওয়া দুটি অস্ত্রের মালিক ছিলেন সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবু।

উদ্ধার হওয়া অস্ত্রগুলো হলো দুটি অত্যাধুনিক শটগান, দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি। দুটি শটগানের মধ্যে একটি খুবই অত্যাধুনিক।

সোমবার (৯ সেপ্টেম্বর) সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার (৮ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোচা এলাকায় একটি নির্মাণাধীন মসজিদের সিঁড়ির নিচে একটি ব্যাগে অস্ত্র দেখে মুসল্লিরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যাগজিন ও গুলিসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে থানা নিয়ে আসে। দুটি শটগানের মধ্যে একটি খুবই অত্যাধুনিক। পরে যাচাই-বাছাইয়ের পর শটগান দুটি শনাক্ত করা হয়েছে। অস্ত্র দুটি সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর।

ওসি আরও বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা না দেওয়ায় শটগান দুটির লাইসেন্স বাতিল হয়ে গেছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় মুসল্লির মৃত্যু
হাতিয়ায় অস্ত্রসহ ১৪ ডাকাত গ্রেপ্তার
ভারতে মসজিদের সমীক্ষা ঘিরে পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষ, নিহত ৩
বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত