• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

৪ দিন ধরে মেহেরপুর-চুয়াডাঙ্গা রুটে বাস চলাচল বন্ধ

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০
ছবি: আরটিভি

মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধের আজ চতুর্থ দিন। গেল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি ও ইজিবাইক চালকদের দ্বন্দ্বের জের ধরে সব ধরনের লোকাল বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়ন। তবে চলাচল করছে দূরপাল্লার যানবাহন।

সরেজমিনে দেখা গেছে, বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। ছোট ছোট যানবাহন চলাচল করলেও তা সরাসরি গন্তব্যে যাচ্ছে না। ভেঙে ভেঙে যেতে হচ্ছে। এতে ভোগান্তির পাশাপাশি যাত্রীদের খরচও বেশি লাগছে।

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, সড়কে প্রচুর পরিমাণে অবৈধ যানবাহন চলাচল করায় বাস চলাচলে মারাত্মক বাধার সৃষ্টি হচ্ছে। এতে আয় কমার পাশাপাশি প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন বাস চালকরা। এসব অবৈধ যানবাহনের দৌরাত্ম্য কমানো না গেলে বাস চলাচল বন্ধ হয়ে যাবে।

তিনি আরও বলেন, শনিবার থেকে যে দ্বন্দ্বের জেরে বাস চলাচল বন্ধ রয়েছে তা নিরসনে চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসনের আলোচনা চলছে। সমস্যা সমাধান হলেই বাস চলাচল শুরু হবে।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এক আইনজীবীর মৃত্যু 
মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত 
পৌরসভার ল্যাম্পপোস্ট নিজের বাড়িতে নিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা