• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ধলেশ্বরী নদীতে নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার 

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৬
ছবি: আরটিভি

টাঙ্গাইলের কালিহাতীতে ধলেশ্বরী নদীতে নিখোঁজ মুক্তার হোসেন ও বাবু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জাকারচর এলাকা থেকে বাবু ও আজ (১০ সেপ্টেম্বর) সকালে পৌলি এলাকা থেকে মুক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে রোববার সন্ধ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন তারা। নিহত মুক্তারের বাড়ি কালিহাতী উপজেলার দূর্গাপুর এলাকায় আর বাবুর বাড়ি কাকুয়াতে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, রোববার নৌকা যোগে কয়েকজন যাত্রী ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এসময় বালুভর্তি একটি বাল্কহেডের সঙ্গে নৌকার ধাক্কায় কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। এসময় সাতরে অন্যরা পাড়ে উঠতে পারলেও বাবু ও মুক্তার পাড়ে উঠতে পারে‌নি। সোমবার সকালে খবর পেয়ে তাদের উদ্ধারে চেষ্টা চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে গতকাল বিকেলে বাবু ও আজ সকালে মুক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধামরাইয়ে খাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার
গিটারিস্টের ঝুলন্ত মরদেহ উদ্ধার, যা বলছে পুলিশ
সুনামগঞ্জে নাক-কান কাটা যুবকের মরদেহ উদ্ধার, আটক ৩