• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

সকল ধরনের রাজনীতি নিষিদ্ধে নোবিপ্রবির প্রজ্ঞাপন জারি 

নোবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪২
সকল ধরনের রাজনীতি নিষিদ্ধে নোবিপ্রবির প্রজ্ঞাপন জারি 
ছবি : আরটিভি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সকল ধরনের রাজনীতি এবং রাজনৈতিক প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রিজেন্ট বোর্ডের জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এবং রেজিস্ট্রার দপ্তরের প্রশাসন শাখা কর্তৃক প্রকাশিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা ও শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব রকম দলীয় রাজনীতি বা রাজনৈতিক দলসমূহের সহযোগী, অঙ্গ, ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের সঙ্গে যুক্ত হয়ে প্রকাশ্য বা অপ্রকাশ্য কোনো ধরনের কার্যক্রমে অংশগ্রহণ ও সবরকম দলাদলি নিষিদ্ধ ঘোষণা করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নোবিপ্রবি আইন ২০০১-এর ধারা ৪৭ (৫) ও (৬) মোতাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা বা কর্মচারীর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হাওয়া বা রাজনৈতিক মতাদর্শ প্রচার করার কোনো সুযোগ নেই।

এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রথম রিজেন্ট বোর্ডের ৪৫তম আলোচ্যসূচিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি অথবা সবরকম দলাদলি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শৃঙ্খলাভঙ্গের শাস্তির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, উপরোক্ত আদেশ অবিলম্বে কার্যকর করা হবে এবং এ সিদ্ধান্ত লঙ্ঘনকারী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে ১০ হাজার পরিবারের মাঝে পপির ত্রাণ বিতরণ
পুলিশ সদস্যের সঙ্গে রোহিঙ্গা কিশোরীর প্রেম, অতঃপর...
মেঘনায় নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ উদ্ধার
ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের