• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

রাষ্ট্র পুনর্গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫১
হাসনাত আব্দুল্লাহ
ছবি: আরটিভি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ছাত্র আন্দোলনে অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে ৫ আগস্ট নতুনভাবে দেশ স্বাধীনতা লাভ করেছে। হাসিনা সরকারের পতনে একসঙ্গে ছিলাম, রাষ্ট্র পুনর্গঠনের কাজেও সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, হাসিনা সরকার রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে ধ্বংস করেছে। তাই রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে পুনর্গঠন করতে বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা সময় দিতে চাই।

তিনি বলেন, দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আর বেনজির ও হারুন মার্কা পুলিশ দেখতে চাই না। ছাত্রসমাজ চায় দেশপ্রেমিক ও সৎ পুলিশ। তাই পুলিশ প্রশাসনকে দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকারকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, পাহাড়ে বর্গা শিক্ষক দেওয়া আর চলবে না। পাহাড়ের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে আধুনিকায়ন ও দুর্নীতিমুক্ত করে গড়ে তুলতে হবে। পাহাড়ের মানুষ যেন সমতলের মতো সকল প্রকার সুযোগ-সুবিধা পায় সেজন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।

আরটিভি/এবি/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো কামাল মজুমদারকে
নড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষ মুখোমুখি, পাল্টাপাল্টি অভিযোগ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সড়ক অবরোধ