• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

শিপইয়ার্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০৫
শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে দগ্ধ আলামিন (২০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা ৩ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আলামিন সাতক্ষীরার বাসিন্দা বলে জানা যায়। তার শরীরে ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেন বিএসবিএর সচিব নাজমুল হোসেন।

এই ঘটনায় আরও ৫ জন এখনও ‌চিকিৎসাধীন। তারা হলেন- মো. জাহাঙ্গীর আলম (৪৮), আবুল কাশেম (৩৯), বরকাতুল্লাহ (২৩), আনোয়ার হোসেন (৪৫) ও হাবিব (৩৫)।

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে সোনাইছড়ি শিপইয়ার্ডে এস এন করপোরেশন নামের কারখানায় একটি পুরোনো জাহাজ কাটার সময় সেটির পাম্প রুমে বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরটিভি/এবি/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল শ্রমিকের
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে চট্টগ্রামে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী
চট্টগ্রামে ১৭ দিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু 
আবেদন ফি ছাড়াই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে চাকরি, পদ ১২৮