• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ গ্রেপ্তার ৫

আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৪
ছবি: সংগৃহীত

অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক স্বৈরাচার হাসিনা সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মেহেদী হাসান চৌধুরীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ থানার ওসি মো. শাহিন উদ্দিন।

আটক ব্যক্তিদের মধ্যে মানিকগঞ্জের সৌমিত্র সরকার গাজীপুরের রিয়াজ আহমেদ আইনালও রয়েছেন। অপর দুজনের নাম এখনও প্রকাশ করেনি পুলিশ। তাদের মধ্যে প্রাইভেটকারের চালকও রয়েছেন।

মেহেদী হাসান চৌধুরীর নামে ডিএমপি আদাবর থানা ও রিয়াজ মাহমুদ আয়নালের নামে জিএমপি বাসন থানায় দুটি পৃথক হত্যা মামলা রয়েছে।

পুলিশ জানায়, স্থলপথে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য পাচার চক্রের স্থানীয় এজেন্ট আকরামের সঙ্গে যোগাযোগ করেন গাজীপুরের রিয়াজ মাহমুদ আয়নাল। তারা একটি প্রাইভেটকার ভাড়া করেন এবং মহেশপুর সীমান্তে যাওয়ার জন্য ঝিনাইদদের উদ্দেশে রওনা করেন। এ খবর জানাজানি হওয়ার পর বেলা দেড়টার দিকে ঝিনাইদহ পুলিশের পক্ষ থেকে জেলা শহরের প্রধান বাসস্ট্যান্ডে তল্লাশি শুরু করা হয়।

একপর্যায়ে ট্রাফিক পুলিশের পরিদর্শক মশিউর রহমানসহ পুলিশ সদস্যরা প্রাইভেটকারটি শনাক্ত করেন এবং তাদের থানায় নিয়ে আসা হয়।

দীর্ঘ কয়েক ঘণ্টা এ খবর গোপন রাখা হয়। পরে যাচাই-বাছাই করে ঝিনাইদহ পুলিশ রাত ৯টার দিকে নিশ্চিত হন আটক ব্যক্তিদের মধ্যে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মেহেদী হাসান চৌধুরী রয়েছেন এবং তিনি ঢাকার আদাবর থানায় করা একটি হত্যা মামলার অন্যতম আসামি।

গ্রেপ্তারদের ঝিনাইদহ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার
সচিবালয়ের সামনে থেকে শিক্ষানবিশ এসআইদের সরিয়ে দিয়েছে পুলিশ
বরিশালে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার