নাটোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
নাটোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের পাশে ডাল সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নাটোর শহরতলীর মোহনপুর এলাকার আব্দুর হামিদের ছেলে আব্দুর রফিক (৫৫) এবং তমালতলা টেকনিকেল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রিন্সিপাল জুলফিকার আলী। এ ছাড়া আহত হয়েছেন—বাগাতিপাড়া টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আনোয়ার হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক নামক স্থানে দুই মোটরসাইকেল আরোহী মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলে থাকা তিনজন আরোহী গুরুতর আহত হন। সংবাদ পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে গুরুতর আহত বাগাতিপাড়া টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আনোয়ার হোসেন এবং তমালতলা টেকনিকেল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রিন্সিপাল জুলফিকার আলীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলফিকার আলীর মৃত্যু হয়।
এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ দুর্ঘটনার সংবাদ পেয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন