• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ  

নেত্রকোণা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৪
সরকারি গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে 
ছবি : সংগৃহীত

নেত্রকোণার কেন্দুয়ায় ইউএনওর যোগসাজশে সড়কের পাশে থাকা তিনটি রেইনট্রি গাছ কাটার অভিযোগ উঠেছে জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালীর বিরুদ্ধে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে কেন্দুয়া পৌরসভার কেন্দুয়া-মদন সড়কের পাশে বাদে আঠারবাড়ি এলাকায় বিএনপি নেতা হিলালীর বাড়ির সামনে থাকা ওই তিনটি সরকারি গাছ অবৈধভাবে কেটে নেওয়া হয়েছে। এ দিন বিকেলে একটি গাছ কাটার ভিডিও সামজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

পটপরিবর্তনে প্রভাব বিস্তার করে বিএনপি নেতা ওই গাছগুলো কেটে ফেলেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

তবে ইউএনও দাবি করেছেন, জরুরি প্রয়োজনে নির্বাহী ক্ষমতা বলে তিনি যেকোনো সময় যেকোনো সরকারি গাছ কাটতে পারেন। পরে সেগুলো টেন্ডারে নিলামের মাধ্যমে বিক্রি করা যায়। ওই তিনটি গাছের বিষয়ে কর্তৃপক্ষের নিকট চিঠি দেওয়া হয়েছে।

জবাব পেলে কাটা গাছগুলো নিলামের ব্যবস্থা করবেন বলেও জানান তিনি।

গাছ কাটার ওই ভিডিও ফুটেজে দেখা যায়, বিএনপি নেতা রফিকুল ইসলাম হিলালীর বাসার সামনে সড়কে থাকা বড় বড় তিনটি রেইনট্রি গাছ কাটা হচ্ছে এবং কাটা গাছের অংশবিশেষ স্থানীয় লোকজন নিয়ে যাচ্ছেন। এ সময় স্থানীয় লোকজন গাছ কাটার ছবি তুলতে ও ভিডিও করতে গেলে বাঁধা দেন বিএনপি নেতা রফিকুল ইসলাম হিলালীর লোকজন।

মঙ্গলবার সরেজমিনে গেলে দেখা যায়, বিএনপি নেতা রফিকুল ইসলাম হিলালীর বাসার সামনে থাকা রেইনট্রি গাছগুলো নেই। পরে কাটা গাছগুলো পাওয়া যায় কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বরে।

জেলা বনবিভাগ সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে জেলা বনবিভাগের উদ্যোগে কেন্দুয়া পৌরসভার কেন্দুয়া-মদন সড়কে গাছগুলো লাগানো হয়। সড়কের গাছ কাটতে হলে দাম নির্ণয় করে টেন্ডার দিয়ে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে কাটতে হয়।

অভিযোগের বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী বলেন, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আমি চেষ্টা করছি বাড়ির সামনের ঝুঁকিপূর্ণ গাছগুলো কাটতে। আমার ভাই আমিন হেলালীর আবেদনের প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন গাছগগুলো কেটেছে বলে শুনেছি।

জেলা বন কর্মকর্তা গোলাম মস্তুফা বলেন, ‘গাছ কাটার বিষয়টি আমার জানা নেই। উপজেলা বনকর্মকর্তার সঙ্গে কথা বলে পরে জানাবো বিষয়টি।’

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার বলেন, গত ২৯ আগস্ট আমিন হেলালী নামে এক ব্যক্তি তিনটি গাছ কাটার আবেদন করেছিলেন। পরে গত সোমবার গাছগুলো কাটা হয়। নির্বাহী ক্ষমতা বলে যেকোওনো সময় যেকোনো সরকারি গাছ ইউএনও কাটতে পারেন। পরে গাছগুলো টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে নিলামে বিক্রি করলেই হয়। গাছগুলো আমাদের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে অনুমতি চেয়ে যথাযথ কর্তৃপক্ষের নিকট চিঠি পাঠানো হয়েছে। চিঠির উত্তর পেলে কাটা গাছগুলো নিলাম ডাকের ব্যবস্থা করা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে বিএনপি নেতারা, অনুদান প্রদান
বিএনপি নেতা এ্যানির বিরুদ্ধে ৬ মামলা হাইকোর্টে বাতিল
যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় আসলেন বিএনপি নেতারা!
আ.লীগ কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের অবস্থান