• ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১
logo

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, ভোগান্তি চরমে

আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, ভোগান্তি চরমে
ছবি : সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ যানজট আটকে পড়ে দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশের গৌরীপুর এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে গেলে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে তা গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রিয়াদ হোসেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের গজারিয়া এবং দাউদকান্দি অংশ মিলিয়ে ২৬ কিলোমিটার অংশে যানজট রয়েছে।

এ বিষয়ে এসআই রিয়াদ হোসেন বলেন, ‘ভোরে মহাসড়কের দাউদকান্দি অংশের শহীদনগর এলাকায় কাভার্ডভ্যান উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়, যা গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে। আমরা যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবিরাম বৃষ্টিতে রাজধানীবাসীর ভোগান্তি চরমে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট