• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

ত্বকী হত্যা: আজমেরী ওসমানের গাড়িচালক গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৮
ত্বকী হত্যা: আজমেরী ওসমানের গাড়িচালক গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডে প্রয়াত সংসদ সদস্য এ কে এম নাসিম ওসমানের ছেলে ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের গাড়িচালককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঢাকা থেকে জামশেদ শেখ (৩৬) নামে ওই গাড়িচালককে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ রয়েছে, ত্বকীকে হত্যার পর মরদেহ শীতলক্ষ্যা নদীতে ফেলার জন্য যে গাড়িতে রাখা হয়েছিল; সেই গাড়ি চালিয়েছিলেন জামশেদ।

র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, ‘বুধবার পৌনে ৫টার দিকে ঢাকার মিরপুর এলাকা থেকে জামশেদকে গ্রেপ্তার করা হয়। ত্বকী হত্যার সঙ্গে তিনি সরাসরি জড়িত ছিলেন।’

উল্লেখ্য, ত্বকী হত্যার ঘটনায় সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া ও কাজল হাওলাদার নামে ৩ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। তারা ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহযোগী। আজমেরী ওসমানের পাশাপাশি র‌্যাবের তদন্ত তালিকায় তাদের নাম ছিল। বর্তমানে তাদের র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্বকী হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার
ত্বকী হত্যা: আজমেরী ওসমানের গাড়িচালক ৫ দিনের রিমান্ডে
ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার ৩ আসামি রিমান্ডে