• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

নিহতের ৪৮ ঘণ্টা পর জয়ন্তের মরদেহ ফেরত দিলো ভারত

ঠাকুরগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪০
নিহতের ৪৮ ঘণ্টা পর জয়ন্তের মরদেহ ফেরত দিল ভারত
ছবি : আরটিভি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত সপ্তম শ্রেণির ছাত্রের মরদেহ ৪৮ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারত।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে ভারতীয় পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজির আহম্মদ।

হস্তান্তরের সময় বিজিবি ও বিএসএফের সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতে চাচা শ্রী বাবুল চন্দ্র সিংহের কাছে হস্তান্তর করেন।

সিলেটের স্বর্ণা দাসের পরে গত সোমবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫) নিতহ হয়।

এ সময় তার বাবা শ্রী মহাদেব কুমার সিংহ ও দরবার আলী নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। তারা বর্তমানে রংপুরে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজির আহম্মদ বলেন, ‘বাংলাদেশি নাগরিক জয়ন্তের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। তারা কথা দিয়েছেন, ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না। অবৈধভাবে কেউ সীমান্ত ক্রস করতে চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। আমরাও তাদের তেমনি আশ্বাস দিয়েছি। যেনো দুদেশের সম্পর্ক ভাল থাকে।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাঁথিয়ায় গলা কাটা অজ্ঞাত মরদেহ উদ্ধার
মেঘনায় নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ উদ্ধার
ভাড়াবাড়ি থেকে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার
মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার