• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

যৌক্তিক সময়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জামায়াত নেতার

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৪
যৌক্তিক সময়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জামায়াত নেতার
ছবি : আরটিভি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যতটুকু সময় দরকার সংস্কারের ঠিক ততটুকু সময় নেওয়ার পর নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানাচ্ছি।’

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে নানকরা হযরত আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদরাসার নতুন ভবন ও মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, যে জাতি ইতিহাস ভুলে যায় তারা বেশিদূর যেতে পারে না। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন, যেন জনগণ তাদের অধিকার ফিরে পায়।

মাদরাসার প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুস সাত্তার, জেলা দক্ষিণ আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে আমির মাহফুজুর রহমানসহ আরও অনেকে।

আলোচনা শেষে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অধ্যাপক মুজিবুর রহমান।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উঁকিঝুঁকি যারাই মারবেন বিপদে পড়বেন, জামায়াত নেতার হুঁশিয়ারি
যে ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের ফাঁসি হয়েছিল, সেখানেই আ.লীগের বিচার হবে: গোলাম পরওয়ার
সুইস রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক
স্ত্রীর জানাজায় অসুস্থ হয়ে জামায়াত নেতার মৃত্যু