• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

কক্সবাজারে অস্ত্র-গুলিসহ আটক ১

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১২
ছবি: আরটিভি

কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক অভিযানে অস্ত্র ও গুলিসহ শাহরিয়ার (৩৪) নামের এক ডাকাতকে আটক করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে এ অভিযান চালায় কোস্টগার্ড। আটক শাহরিয়ার নয়াঘোনা এলাকার আবু তালেবের ছেলে।

কোস্টগার্ড জানায়, কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ও আলী আকবর ডেইল এলাকায় একটি ডাকাত দল ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত ১টা থেকে ৫টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন কুতুবদিয়ার একটি চৌকস দল নয়াঘোনা ও তাবালের চর এলাকায় দুইটি বিশেষ পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ডাকাত শাহরিয়ারকে আটক করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড গুলি, ৭টি চাকু, ৬টি চাপাতি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটক ডাকাতসহ জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।

আরটিভি/ এমএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের খোয়া যাওয়া অস্ত্র মিলল নদীতে
ফেনীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৪
পরিচ্ছন্ন কক্সবাজার গড়তে সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক
নিতপুর সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক