• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

নেত্রকোণার সাবেক মেয়র শাহজালাল বিমানবন্দর থেকে আটক

নেত্রকোণা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৪
ফাইল ছবি

নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম খানকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে বিদেশে যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, ইমিগ্রেশন পুলিশের হাতে আটক নজরুল ইসলাম খান জেলা শহরের চকপাড়া এলাকার বাসিন্দা। তিনি নেত্রকোনা পৌরসভার সাবেক চেয়ারম্যান ও সাবেক এম এন এ মরহুম আব্বাস আলী খানের ছেলে এবং নেত্রকোণা পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র।

তিনি জানান, সকালে নজরুল ইসলাম খান বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেন। ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে আমাদের খবর দেয়। তার নামে তিনটি মামলা রয়েছে। তাকে ঢাকা থেকে আনার প্রক্রিয়া চলছে।

পরবর্তীতে নেত্রকোণা মডেল থানায় নাশকতার আইনে হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাথরঘাটায় মাদকসহ কারবারি আটক
বিমানবন্দরে আটক অবসরে যাওয়া সচিব ইসমাইল
আশুলিয়ায় পুলিশের ওপর হামলা, আটক ১৩ 
জাবিতে নেপালি শিক্ষার্থী আটক