• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

‘ছাত্র-জনতা এক থাকলে দেশের যেকোনো সংকট মোকাবিলা সম্ভব’

আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৩:২৫
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেছেন, আমাদের হাতে অস্ত্র ছিল না, গুলি ছিল না। আমাদের কাছে ছিল স্লোগান, আর বুকভরা সাহস। তারা গুলি করেছে আমরা বুক পেতে দিয়েছি। এর মধ্যেই কিন্তু খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। ছাত্র-জনতা এক থাকলে দেশের যেকোনো সংকট মোকাবিলা সম্ভব।

বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের লক্ষ্য বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের উৎখাত করা। ফ্যাসিস্টের কোনো দোসরের জায়গা এই বাংলাদেশে হবে না।

হাসিব আল ইসলাম বলেন, আমরা চাচ্ছি গোটা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে। কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে নয়। সেইভাবে আমাদের কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব। এতে বক্তব্য রাখেন, আশরাফুল আলম আলী, মোছাম্মৎ ছারা প্রমুখ। উপস্থিত ছিলেন, শাবিপ্রবির সমন্বয়ক লিপটন আলী, আদনান খান, হাফিজুল ইসলাম, সহ-সমন্বয়ক আমিরুল ইসলাম জীবন, আলী আব্বাস শাহীন, দেলোয়ার হোসাইন, জান্নাত তাবাসসুম, মোহাম্মদ শাকিল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, জ্বলছে না চুলা
নির্বাচন যত বিলম্ব হচ্ছে, সংকট তত বাড়ছে: মির্জা ফখরুল
আবাসন সংকট: ভিসির বাংলোয় উঠতে চান ঢাবির নারী শিক্ষার্থীরা
সিনেমার প্রিমিয়ারে গিয়ে হার্ট অ্যাটাক, সংকটাপন্ন অভিনেতা