• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:০১
ছবি : আরটিভি

দিনাজপুরের বিরামপুরে গাঁজা সেবনের দায়ে আলামিন হোসেন নামে (৩০) এক যুবককে পঞ্চাশ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন এ দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আলামিন বিনাইল ইউনিয়নের অচিন্তপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন বলেন, প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে অচিন্তপুর বিওপির বিজিবি সদস্যরা তাকে আটক করে। এ সময় আলামিন তার কাছে থেকে ৮ গ্রাম গাঁজা বের করে দেয় এবং প্রকাশ্যে সেবনের কথা স্বীকার করে। ওই অপরাধে তাকে জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। পরে উদ্ধারকৃত মাদক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদক অধিদপ্তরের ডিসপ্লেতে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’
এক বছরে সীমান্তে ১৭১৬৯ নাগরিক আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ
ডিএনসির ‘হাত-পা বাঁধা’ থাকায় মাদক সাম্রাজ্য চালিয়েছেন বদি
জেনেভা ক্যাম্পের ‘মাদক সম্রাট’ চুয়া সেলিম গ্রেপ্তার