• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, শিল্প কারখানার উৎপাদন ব্যাহত  

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৭
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। এতে চরম ভোগান্তিতে পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীরা। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। যার ফলে লোকসানে পড়তে পারে শিল্প কারখানাগুলো।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা য়ায়।

জানা গেছে, কালিয়াকৈর উপজেলায় প্রায় ৩ শতাধিক শিল্প কলকারখানা রয়েছে। এসব কারখানার শ্রমিকের আন্দোলন, ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন। যার ফলে লোকসানে পড়তে পারে শিল্প কারখানাগুলো। গত কয়েকদিন ধরে উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে পোল্ট্রি খামারীরা পড়েছে বিপাকে। সব চাইতে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। ওইসব ব্যবসায়ীরা বিভিন্ন ব্যাংক লোন নিয়ে তারা ব্যবসা করে আসছে। এদিকে ঘন ঘন লোডশেডিংয়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাহত হচ্ছে। গরমের কারণে শিশুসহ নানা বয়সের মানুষের ডাইরিয়াসহ নানা রোগ বালাই দেখা দিচ্ছে। লোডশেডিংয়ে ঠিক মতো ঘুমাতে পারছে না এলাকার লোকজন।

কালিয়াকৈরে ক্ষুদ্র (মুরগী) ব্যবসায়ী জাহিদ হোসেন জানান, ধার-দেনা, ব্যাংক লোন নিয়ে এ ব্যবসা করছি। বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে অনেক মুরগী মরে যাচ্ছে।এতে আমরা কি করে ঋণ পরিশোধ করব, পরিবার নিয়ে কিভাবে চলব।

কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের প্রকৌশলী ইঞ্জিনিয়ার (ডিজিএম) মিজানুর রহমান জানান, জাতীয় গ্রেডে সমস্যা, এরমধ্যেই বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। জ্বালানি সংকট, ভারতীয় আদানী গ্রুপের বিল বকেয়া। যার ফলে বিদ্যুতের সংকট কেটে উঠতে একটু সময় লাগবে।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম গ্রেপ্তার
নেত্রকোণায় পল্লী বিদ্যুতের এজিএম মনির হোসেন গ্রেপ্তার
রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে পল্লী বিদ্যুতের ৬ কর্মকর্তা
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মসূচি স্থগিত