• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

বন্যহাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৪
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে মোহাম্মদ ছৈয়দ প্রকাশ লুতু মিয়া (৫৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ১১টার সময় উপজেলার বড়উঠান ইউনিয়ন এর দৌলতপুর সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ছৈয়দ একই এলাকার আবুল খায়েরের ছেলে।

বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন জানান, দেয়াঙ পাহাড়ে হাতি বিচরণ করছে তা জেনে সন্ধ্যার আগেই সংসারের কাজকর্ম সেরে ঘরে ঢুকে পড়েন এলাকার বাসিন্দারা। কারণ প্রায় সময় দুর্ঘটনা হচ্ছে।

রাত সাড়ে দশটার দিকে নিহত বৃদ্ধ পাশের একটি বাড়িতে কাজে যাবার জন্য বের হলে হঠাৎ বন্যহাতি তার সামনে পড়ে। ভয়ে ছুটতে থাকলেও উন্মত্ত হাতির পায়ে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

কর্ণফুলীর থানার ওসি তদন্ত মেহেদী হাসান বলেন, ঘটনাটি শোনা মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা থেকে চট্টগ্রাম কারাগারে সাবেক মন্ত্রী মোশাররফ
বিএনপির মিছিলে হামলা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
এক নজরে দেখে নিন চট্টগ্রাম পর্বের সূচি
মোবাইল রেখে গরু নিয়ে পালিয়ে গেল চোর