আমুসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা এফআইআরের নির্দেশ

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ , ১০:০৫ পিএম


আমুসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা এফআইআরের নির্দেশ
ফাইল ছবি

ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক এবং মুখপাত্র সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুসহ ৪১ জনের নামে দ্রুতবিচার আইনে মামলা হয়েছে। এতে মামলাটি এজাহার হিসেবে লিপিবদ্ধ করার নির্দেশ দেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিনার মাহমুদ জুয়েল নামে বিএনপির এক নেতা বাদী হয়ে এ মামলা করেন। আদালতের বিচারক মো. মনিরুজ্জামান ঝালকাঠি থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে লিপিবদ্ধ করার নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, বিএনপিকে নেতৃত্বশূন্য করার অসৎ উদ্দেশ্যে আমির হোসেন আমুর নির্দেশে সন্ত্রাসী বাহিনী ২০২২ সালের ৭ আগস্ট ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সামনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তার গাড়ি ভাঙচুর এবং তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। ঘটনার সময় আতঙ্ক সৃষ্টির জন্য আসামিরা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে বিএনপি নেতাকর্মীসহ স্থানীয় পথচারীরাও বোমার স্প্লিন্টারে আঘাতপ্রাপ্ত হন।

বিজ্ঞাপন

এ ঘটনায় আমির হোসেন আমুসহ ৪১ জনের নামে মামলা করা হয়। মামলার বাদী মিনার মাহমুদ জুয়েল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের ছোট ভাই।

মামলা বাদী মিনার মাহমুদ জুয়েল বলেন, রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় এতদিন মামলা করতে পারিনি। আসামিরা আমার ভাইসহ বিএনপি নেতাদের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। হামলায় আমার ভাইসহ অসংখ্য নেতাকর্মী আহত হন।

ঝালকাঠি থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মামলার কাগজ এখনও হাতে পাইনি। হাতে পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission