চাঁদপুর পৌরসভার দুঃস্থ ও অসহায়দের মাঝে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারি জরুরি ত্রাণ সহায়তায় তহবিলের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পৌর কনফারেন্স রুমে এ চেক বিতরণ করা হয়।
চাঁদপুর পৌর প্রশাসক একরামুল সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ঘূর্ণিঝড় রেমেলের ক্ষতিগ্রস্ত ৫১টি পরিবারের মাঝে পৌরসভার ত্রাণ তহবিল থেকে জন প্রতি ৫০০০ টাকা প্রদান করা হয়েছে।
এ সময়ে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম ভূঁইয়া, হিসাব রক্ষণ কর্মকর্তা সৈয়দ মশিউর রহমান, সমাজ সেবক আশিক খান, বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানসহ পৌর কর্মকর্তারা।
আরটিভি/এএএ