• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

বোমাসদৃশ বস্তু ও কাফনের কাপড় রেখে প্রাণনাশের হুমকি

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৮
ছবি: আরটিভি

মেহেরপুরে বোমাসদৃশ বস্তু, কাফনের কাপড় ও প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে গাংনী উপজেলার গোপালনগর গ্রামের বটতলা মোড় থেকে থানা পুলিশ এগুলো উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গোপালনগর গ্রামের চাদোকানি আরশাদ আলী প্রথমে এগুলো দেখতে পান। খবর পেয়ে গাংনী থানার এসআই শিমুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তা উদ্ধার করে।

স্থানীয়রা জানান, আরশাদ আলীর দোকানের পাশেই রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলামের মুদি দোকান। হাতে লেখা চিরকুট অনুযায়ী রবিউল ইসলামকে উদ্দেশ্য করে এগুলো রাখা হতে পারে।

সাদা কাগজের চিরকুটে লেখা- ‘রবিল-মরার জন, তৌরি হয়। বোমা, ও কাফন, পাঠালাম।’ নিচে তিনটি দাগের মধ্যে দুই বার ‘লাল’ লেখা রয়েছে।

চায়ের দোকানদার আরশাদ আলী জানান, সকাল ৬টার দিকে দোকান খুলতে গিয়ে এগুলো তার নজরে পড়ে। পরে তিনি ৯৯৯ কল দিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন।

এ বিষয়ে রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোনীত করার বিষয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে দ্বন্দ্বের জেরে এগুলো রাখা হতে পারে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, বোমাসদৃশ বস্তু দুটি বালু পানিভর্তি বালতিতে রেখে প্রাথমিকভাবে নিস্ক্রিয় করা হয়েছে। তদন্ত ছাড়া এ বিষয়ে কিছুই বলা সম্ভব নয়।

আরটিভি/আইএম/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুরে জামায়াত নেতা হত্যায় ২৬ জনের বিরুদ্ধে মামলা 
আড়াই কোটি টাকার স্বর্ণের বার জব্দ, আটক ২
দাওয়াত খেয়ে ফেরার পথে প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর 
৪ দিন ধরে মেহেরপুর-চুয়াডাঙ্গা রুটে বাস চলাচল বন্ধ