• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবক নিহত

আরটিভি নিউজ

  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৮
ট্রেন
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কৃষ্ণ বাগচি (২৫) নামে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে।

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

কৃষ্ণ বাগচী জেলা শহরের গেটপাড়া এলাকার শরৎ বাগচীর ছেলে। তিনি রেলস্টেশনে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন।

রাজবাড়ী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বিধান চন্দ্র মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বাড়ি থেকে বের হন প্রতিবন্ধী যুবক কৃষ্ণ। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে যাননি। বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কৃষ্ণ ঘটনাস্থলে মারা যান।

তিনি বলেন, আজ শুক্রবার দুপুরে রেল লাইনের উপর মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আরটিভি/এফএ-টি

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পৌনে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর মতিঝিল রুটে চলল মেট্রো
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ১
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার
স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা, প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল