• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

লরিচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

আরটিভি নিউজ

  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৪
ভবেরচর হাইওয়ে থানা
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া পাখির মোড় এলাকায় লরিচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পালগিরি গ্রামে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তানভীর হোসেন রনি (২৬) ও একই গ্রামের দুলাল মিয়ার ছেলে জাহিদ হাসান জিপু (২৫)।

নিহতদের স্বজনরা জানান, রনি ও জিপু ঢাকা কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। তারা সম্পর্কে খালাতো ভাই। বৃহস্পতিবার তারা মোটরসাইকেলে ঢাকা থেকে কচুয়া আসছিলেন। পথে রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া এলাকার পাখির মোড় ব্রিজের ওপর ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি লরি তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়। আর গুরুতর আহতাবস্থায় জিপুকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভবেরচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়।

আরটিভি/এফএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
ডোবায় মিলল অজগর, অতঃপর... 
ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
মুন্সীগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি, ৭ সদস্য গ্রেপ্তার