দেড় কোটি টাকার হেরোইনসহ নারী গ্রেপ্তার
রাজশাহী থেকে দেড় কোটি টাকা মূল্যের হেরোইন নিয়ে ঢাকায় পাচারকালে গাজীপুরের কালীগঞ্জের শিমুলিয়া থেকে হোসনেয়ারা বেগমকে (৬০) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে তাকে গ্রেপ্তার করে। শনিবার তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।
হোসনেয়ারা গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দড়িসোম গ্রামের নুর হোসেনের স্ত্রী।
গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক এমদাদুল ইসলাম মিঠুন বলেন, গোপন সূত্রে জানতে পারি রাজশাহী থেকে মাদকের একটি বড় চালান ঢাকায় যাচ্ছে। পরে উপপরিদর্শক (এস আই) হুমায়ুনের নেতৃত্বে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শিমুলিয়ায় অভিযান চালায়। সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সন্দেহভাজন এক নারীকে তল্লাশি করা হয়। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ১৫টি হেরোইনের পোটলা উদ্ধার করা হয়। যেগুলোর ওজন ১ কেজি ৩০০ গ্রাম। যার বাজার মূল্য দেড় কোটি টাকা। পরে তাকে গ্রেপ্তার করে তারা। কাজের বুয়া সেজে বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য বহন করে বিভিন্ন জায়গায় বিক্রি ও সরবরাহ করতো। কালীগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে তার একাধিক বাড়ি রয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় রাজশাহী থেকে ঢাকা ও আশপাশে চালান দেওয়ার জন্য হেরোইন নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/এএএ/এসএ
মন্তব্য করুন