সিরাজগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ , ০১:৫৯ পিএম


সিরাজগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ছবি : আরটিভি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দোকানের কর্মচারী শামিম শেখকে অপহরণের পর হত্যা ও অর্থ লুটের অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি ইসমাইল শেখকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা।

বিজ্ঞাপন

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার (লে. কমান্ডার বিএন) এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ইসমাইল শেখ সিরাজগঞ্জ পৌরসভার মাহমুদপুর ২নং গলির মৃত সাইফুল শেখের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৬ সালের ২৫ জুন সিরাজগঞ্জের পৌর এলাকার আলাউদ্দিন স্টোরের কর্মচারী ভিকটিম শামীম শেখ দোকানের বকেয়া টাকা উত্তোলনের জন্য জেলার উল্লাপাড়ায় যায়। ওই রাত ১০টার দিকে তার সঙ্গে দোকানের মালিক ও পরিবারের সঙ্গে কথা হয়। পরদিন উল্লাপাড়ার বড়হর দক্ষিণপাড়া থেকে দোকান কর্মচারী শামীম শেখের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা মামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিষয়টি র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২ এর সদস্যরা বঙ্গবন্ধু সেতুর গোল চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর অপহরণ, হত্যা ও অর্থ লুটের অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত পলাতক আসামি আদালতের সাজা প্রদানের ১৫ দিনের মধ্যে ইসমাইল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল, ৪টি সিম এবং নগদ ১ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এএএ/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission