• ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১
logo

চাঁদপুরে মাদকবিরোধী গণসচেতনতা সমাবেশ

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২৪
ছবি : আরটিভি

চাঁদপুরে মাদক সেবন ও পাচার রোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মতলব দক্ষিণ উপজেলার বহরী আড়ং বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়।

আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ্ আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক গাজী মো. জহিরুল ইসলাম, চির সবুজ সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান অ্যাড. নূরে আলম সিদ্দিকী মুকুলসহ আরও অনেকে।

সমাবেশের শুরুতে চির সবুজ সোসাইটি ও বিভিন্ন সামাজিক সংগঠন মাদকবিরোধী স্লোগানে র‍্যালি নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়। পরে আমন্ত্রিত অতিথিরা মাদকের ব্যবহার ও এর ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিএনপির সমাবেশ শুরু
দুপুরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ
আজ সমাবেশ থেকে ‘নতুন বার্তা’ দেবেন তারেক রহমান