• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের কমিটি গঠন

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৮
ছবি : আরটিভি

দিনাজপুরের হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ ৯ বছর পর সাধারণ অধিবেশনে এই কমিটি গঠন করা হয়।

শনিবার (১৪ সেপ্টম্বর) দুপুরে সংগঠনের চারমাথাস্থ কার্যালয়ে সিনিয়র সহসভাপতি আলহাজ শহীদুল ইসলামের সভাপতিত্বে এক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সংগঠনের আয়-ব্যয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এরপর কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হলে সাধারণ সদস্যদের কন্ঠ ভোটে স্থানীয় পৌর সভার সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী কে সভাপতি এবং নাজমুল হোসেন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি গঠন করা হয়েছে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি পণ্য পরিবহন মালিক গ্রুপের সভাপতি আব্দুল হাকীম মন্ডল ও প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম।

এদিকে নব-নির্বাচিত সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, আগামী কয়েকদিনের মধ্যে অন্যান্য পদ পূরণ করে পুনাঙ্গ কমিটি গঠন করা হবে। আগামী ২ বছরের জন্য এই নতুন কমিটি দায়িত্ব পালন করবেন।


আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করণীয় ঠিক করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
জাতীয় নাগরিক কমিটির নতুন ৫ সেল গঠন
শতাধিক পণ্যে শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহারের দাবি
রাজনৈতিক দলগুলোর প্রতি হুঁশিয়ারি দিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী