• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দাদি-নাতি নিহত

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫১
ছবি : সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দাদি-নাতি নিহত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের কালাকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলা সদরের রাচিয়া এলাকার আরব রহমানের স্ত্রী রাজিয়া বেগম (৬৫) ও তার ৫ বছরের নাতি ইসমাইল হোসেন।

জানা গেছে, মহাসড়কের কালাকচুয়া এলাকায় মারুতি গাড়ি থেকে নেমে দাদির হাত ধরে রাস্তা পার হতে যায় নাতি। এসময় ঢাকাগামী এশিয়া লাইন পরিবহনের দ্রুতগতির একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

এ বিষয়ে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার গণমাধ্যমকে বলেন, হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনগত প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে নিহত ২
দেশীয় অস্ত্রসহ জাকির ও লিটন আটক
কুমিল্লায় ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু