• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

শামীম ওসমান-আইভীর বিরুদ্ধে আরও এক হত্যা মামলা

আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২২:১৭
ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে আসামি করে আরও এক হত্যা মামলা করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নিহত রিকশাচালক তুহিনের স্ত্রী আলেয়া আক্তার মীম বাদী হয়ে ৯৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলা করেন। এ নিয়ে আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দুটি হত্যা মামলা হলো।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে মামলার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

এর আগে, ৩ সেপ্টেম্বর গুলিবিদ্ধ হয়ে মনিরুল ইসলামের মৃত্যুর ঘটনায় তার বড় ভাই নাজমুল হকের করা মামলায় ১৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়। এ হত্যা মামলায় শামীম ওসমান ও আইভী দুজনকেই আসামি করা হয়।

এদিকে তুহিন (৩৬) হত্যার ঘটনায় করা মামলায় শামীম ওসমান ও আইভী ছাড়াও সাবেক সংসদ নজরুল ইসলাম বাবু, কায়সার হাসনাত, গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, শামীম ওসমানপুত্র অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়ার নাম রয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন বিকেলে রিকশাচালক মো. তুহিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে গেলে শামীম ওসমানের নির্দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলিবর্ষণ করেন। তখন শামীম ওসমানের হাতে থাকা অস্ত্র দিয়ে তুহিনকে উদ্দেশ্য করে গুলি করলে তিনি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

আরটিভি/একে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে বিএনপির কর্মী খুন, ২৯ জনের নামে মামলা 
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৯৭৯ মামলা 
‘পুষ্পা ২’ না দেখতে দেওয়ায় প্রেমিকার আত্মহত্যার চেষ্টা, অতঃপর...
বাঘারপাড়ায় আ.লীগের ৩০৮ নেতাকর্মীর নামে মামলা