• ঢাকা বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১
logo

সেনাবাহিনীর পক্ষ থেকে কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২২:২২
ছবি : আরটিভি

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সদর উপজেলার বেড়িবাঁধ এলাকার বকুলপুর গ্রামে এসব চারা বিতরণ করা হয়।

এ সময় লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জিয়া উদ্দিন আহমদ ও ক্যাপ্টেন শাহ মোহতাসিম রহমান উপস্থিত ছিলেন।

জানা গেছে, সদর উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় সেনাবাহিনী ১৭ ফিল্ড আর্টিলারি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর জেলায় প্রায় ১৬ হাজার হেক্টর জমির আমন ধানের বপন করা চারা নষ্ট হয়ে গেছে। জেলার প্রায় আড়াই লাখ কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চলমান বন্যায় ২২৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে কৃষিখাতে। কৃষকদের ক্ষতি কাটিয়ে তুলতে সার-বীজসহ প্রণোদনার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরটিভি/আইএম/এআর

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় বিজিবির উদ্যোগে কৃষকের মাঝে ধানের চারা বিতরণ
লক্ষ্মীপুরে সাবেক এমপি পিংকুসহ ১৬৩ জনের নামে মামলা 
লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ
চাঁদা দাবি, কৃষকদল নেতা বহিষ্কার