নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০
সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলের দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ছোনগাছা বাজারের দক্ষিণ পায়াহে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, শহর থেকে ৪০-৪৫ জন যাত্রী নিয়ে হৃদয় এন্টারপ্রাইজের একটি বাস কাজিপুরের দিকে যাচ্ছিল। বাসটি ছোনগাছা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে ফায়ারসার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়েছিল। তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনায় ১৫-২০ জন আহত হয়েছেন বলে জেনেছি। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।
আরটিভি/এএএ/এসএ
মন্তব্য করুন