• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

বিয়ের পরদিন সড়কে ঝরল যুবকের প্রাণ

আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৬
ছবি : সংগৃহীত

নওগাঁর আত্রাই উপজেলায় বউভাতের দিন বাড়িতে অতিথি রেখে বাজারে দই আনতে গিয়েছিলেন বর সাজেদুর রহমানের (২৫)। কিন্তু তিনি বাড়ি ফেরার আগেই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আত্রাই-বান্ধাইখাড়া সড়কের সুটকিগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজেদুর রহমান উপজেলার নন্দনালী গ্রামের আজাদুর রহমানের ছেলে।

নিহত সাজেদুর রহমানের ভগ্নিপতি রতন ইসলাম বলেন, বিয়ের পরদিন শনিবার সাজেদুরের বাড়িতে বউভাতের আয়োজন করা হয়। সাজেদুর বাড়ি থেকে মোটরসাইকেলে তার ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে উপজেলার ভবানীপুর বাজার থেকে দই কিনে বাড়ি ফিরছিলেন।

বাড়ি ফেরার পথে উপজেলার শুঁটকিগাছা এলাকা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় স্বজনেরা সাজেদুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আত্রাই থানার পরিদর্শক (তদন্ত) মো. লুৎফর রহমান গণমাধ্যমকে বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের
নওগাঁ প্রেস ক্লাবের আহ্বায়ক বুলবুল, সদস্যসচিব জয়
ডাকাতির সময় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৭