• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৭
ফাইল ছবি

পাবনা-ঈশ্বরদী মহাসড়কের সাহাপুর নামক স্থানে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। আহতদের পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে সাহাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার সাহাপুর জসদল গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে শিমুল (৩২) এবং ইসলামগাঁতি গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে সফর (৩২)।

পাবনা সদর থানার পুলিশ উপপরিদর্শক ফজলুল করিম জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন যাত্রী পাবনায় যাচ্ছিলেন। তারা পাবনা-ঈশ্বরদী মহাসড়কের সাহাপুর নামক স্থানে পৌঁছালে সাব্বির পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস সিএনজিকে ধাক্কা দিলে সিএনজি দুমড়েমুচড়ে যায়। এ সময় সিএনজির সকল যাত্রীই গুরুতর আহত ও রক্তাক্ত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে শিমুল ও সফর নামের দুইজন মারা যান। শারীরিক অবস্থার অবনতি হলে অন্যদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের
পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতা শামসুর রহমান বহিষ্কার 
ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সবজি বিক্রেতার