• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, আহত ১০   

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৯
জয়পুরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, আহত ১০   
ছবি : আরটিভি

জয়পুরহাটের সদর উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জয়পুরহাট -হিলি সড়কের বনখুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির।

আহতরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের বাবু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩০), শিমুলতলী গ্রামের আব্দুল বাতেনের স্ত্রী হালিম বেগম (৩০), নাকুরগাছি গ্রামের মৃত মানিকের স্ত্রী আলেমন বেওয়া (৮০), সাড়াই পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে লিটন (৪৩), ছোট মানিক গ্রামের নাসির উদ্দীনের মেয়ে নাদিরা বেগম (৩৬), কুয়াতপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে সানোয়ার হোসেন (৪৫),কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার আইয়ুব আলীর মেয়ে জান্নাতুন (২৪) কালাই উপজেলার বনখুর গ্রামের খয়বর আলীর স্ত্রী রেবেকা বেগম (৫০), হাসান আলী (৩৬), এমরান হোসেন (২৮)।

এ বিষয়ে ওসি হুমায়ুন কবির বলেন, ‘এবি পরিবহন নামের বাসটি হিলি থেকে যাত্রী নিয়ে জয়পুরহাট বাস টার্মিনালে যাচ্ছিলো। পথে জয়পুরহাট সদর উপজেলার বনখুর এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে উল্টে যায়। এতে ১০ জন যাত্রী আহত হন। স্থানীয়দের খবরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

তিনি বলেন, ‘এতে কারও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। আহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।’

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝোপে পাওয়া গেল থানার লুট হওয়া অস্ত্র
৬ কোটি টাকার ট্যাংক চালু হয়নি ১০ বছরেও 
দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে বিয়ে করে বর কারাগারে
জয়পুরহাটে দেয়াল ধসে কৃষকের মৃত্যু