• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

দিনাজপুরে খাবারের সন্ধানে লোকালয়ে হনুমান

আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৮
দিনাজপুরে খাবারের সন্ধানে লোকালয়ে হনুমান
ছবি : সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ীতে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছে একটি হনুমান। উপজেলা শহরের বাসাবাড়ি, দোকানপাট থেকে খাবার তুলে খাচ্ছে হনুমানটি।

রোববার (১৫ সেপ্টেম্বর) শহরের নিমতলাসহ বিভিন্ন এলাকায় হনুমানটিকে অবস্থান করতে দেখা যায়।

স্থানীয়রা বলছেন, খাবারের খোঁজে দলছুট হয়ে লোকালয়ে এসেছে এ হনুমান। কয়েকদিন ধরে ফুলবাড়ীর বিভিন্ন এলাকায় হনুমানটি ঘোরাফেরা করছে।

বিষয়টি জেনেও উদ্ধার করার ব্যাপারে তেমন কোনো আগ্রহ নেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

সরেজমিনে দেখা যায়, উৎসুক জনতা হনুমানটিকে আপেল, কলা, পাউরুটিসহ বিভিন্ন রকমের খাবার খেতে দিচ্ছে।

এ বিষয়ে কাঁটাবাড়ী বাংলা স্কুল মোড়ে একমাত্র কলার দোকানি শিল্পী রানী বলেন, ‘দোকানে থরে থরে সাজিয়ে রাখা চিনি চম্পা, সাগর, মালভোকের মতো বিভিন্ন জাতের কলা খাচ্ছে হনুমানটি। দুপুর আড়াইটার দিকে নিজে থেকেই চলে আসে সে। পরে সেখান থেকে তিনটি কলা খেয়ে পাশের প্রাথমিক বিদ্যালয়ের গেটের ওয়ালে গিয়ে উঠে বসে।’

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘হনুমানটি খাবারের সন্ধানে হয়তো লোকালয়ে প্রবেশ করেছে। এর আগেও আমাদের এখানে একই রকম হনুমান দেখা গিয়েছিল।’

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে যৌন উত্তেজক সিরাপ বিক্রি, জরিমানা
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
সাড়ে ৪ মাস পর কবর থেকে তোলা হলো মরদেহ