• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

৩ দিনে সমুদ্র সৈকতে ভেসে এলো ৬ জেলের মরদেহ

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৫
৩ দিনে সমুদ্র সৈকতে ভেসে এল ৬ জেলের মরদেহ
ছবি : সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজ আরও এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার শহরের পশ্চিম কুতুবদিয়া পাড়া সমুদ্র উপকূলে এ মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে তিন দিনে সৈকতের বিভিন্ন এলাকা থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন সি সেইফ লাইফগার্ডের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মোহাম্মদ ওসমান গণি।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হলো। এর আগে শুক্রবার ও শনিবার বিভিন্ন সময় ৫ জেলের মরদেহ ভেসে আসে। রোববার সকালে একটি মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা লাইফ গার্ড কর্মী ও প্রশাসনের সংশ্লিষ্টদের খবর দেন। পরে বিচ কর্মীসহ লাইফগার্ড কর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে পুলিশের একটি সেখানে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তাৎক্ষণিক মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও এটি ট্রলার ডুবার ঘটনায় নিখোঁজ জেলের একজন বলে ধারণা করা হচ্ছে।

কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাছ ধরতে গিয়ে ৮টি ফিশিং ট্রলার ঝোড়ো হাওয়ার কবলে পড়ে।’

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেন্টমার্টিনে পর্যটন সীমিত করার প্রতিবাদে কক্সবাজারে সড়ক অবরোধ
কক্সবাজারে ট্রাক্টরের ধাক্কায় নির্বাচন অফিসের কর্মচারী নিহত
পাহাড়ে অপহরণ চক্রের প্রধান ‘বদরুজ’ অস্ত্রসহ গ্রেপ্তার
উপকূলে লবণ উৎপাদন শুরু, দাম নিয়ে হতাশ চাষি