• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

রাবির হলে পলিটিক্যাল ব্লক বলে কিছু থাকবে না

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৫
রাবির হলে পলিটিক্যাল ব্লক বলে কিছু থাকবে না
ছবি : আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কোনো হলে তথাকথিত ‘পলিটিক্যাল ব্লক’ বা অন্য কোনো অননুমোদিত ব্লক, রুম ইত্যাদি থাকবে না। পাশাপাশি, হলসমূহে আবাসিকতা প্রদানের ক্ষেত্রে কোনো প্রকার তদবির বা চাপ সরাসরি শৃঙ্খলাভঙ্গের প্রয়াস বলে বিবেচিত হবে।

রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের সঙ্গে আবাসিক হল প্রাধ্যক্ষগণের অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত হয়।

সভায় আবাসিক হলসমূহ সুষ্ঠুভাবে পরিচালনাসহ সিট বরাদ্দ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বিভিন্ন বিষয়ের মধ্যে হলসমূহে আবাসিকতা প্রদান ও সিট বরাদ্দ সংক্রান্ত খসড়া নীতিমালা আলোচনা ও যাছাই-বাছাই শেষে চূড়ান্ত করা হয় এবং আগামী ১৭ সেপ্টেম্বর থেকে হলসমূহে বিজ্ঞপ্তির মাধ্যমে আবাসিকতা প্রদান ও সিট বরাদ্দের জন্য আবেদন গ্রহণের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অন্যদের মধ্যে অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর সাজ্জাদুর রহিম, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. আমিরুল ইসলাম ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাবির আবাসিক হলসমূহে শৃঙ্খলা বজায় রাখা ও আবাসিকতা প্রদান সংক্রান্ত বিষয়ে উপাচার্যের সঙ্গে প্রাধ্যক্ষবৃন্দের পূর্বের দুটো সভার ধারাবাহিকতায় আজকের এই সভা অনুষ্ঠিত হয়।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীর হয়ে বিপিএল মাতাতে আসছেন পেসার কামিন্স 
কোরআন পোড়ানোর প্রতিবাদে রাবিতে গণকোরআন তিলাওয়াত
৫ বছর পর রাবির দ্বাদশ সমাবর্তন, তারিখ ঘোষণা 
তিন ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক