• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা, প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল 

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৭
স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা, প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল 
ছবি : আরটিভি

গোপালগঞ্জে বিএনপির গাড়ি বহরে আওয়ামী কর্মীদের হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের লঞ্চঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।

মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়। এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামন, বিএনপি নেতা ডা. কে এম বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক, জিয়াউল কবির বিপ্লব, যুবদল সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা বক্তব্য রাখেন।

আসামি গ্রেপ্তার না করায় পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করা হবে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোপালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ২ 
বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর 
থানা থেকে আসামি পলাতক, ২ পুলিশ বরখাস্ত