স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা, প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল 

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ০৯:৫৭ পিএম


স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা, প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল 
ছবি : আরটিভি

গোপালগঞ্জে বিএনপির গাড়ি বহরে আওয়ামী কর্মীদের হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের লঞ্চঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। 

মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়। এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। 

বিজ্ঞাপন

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামন, বিএনপি নেতা ডা. কে এম বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক, জিয়াউল কবির বিপ্লব, যুবদল সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা বক্তব্য রাখেন।

আসামি গ্রেপ্তার না করায় পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করা হবে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission