• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

আরটিভি নিউজ

  ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩২
ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ
ছবি : সংগৃহীত

কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। রোববার কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর ব্রিজ এলাকা থেকে মাছগুলো জব্দ করা হয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট মো. ইফতেখার হোসেন।

তিনি বলেন, বিকেল ৫টার দিকে ৩৫টি বাক্সে যোগে মাছগুলো অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন একটি চক্র। খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচার চক্রের সদস্যরা পালিয়ে যায়। জব্দ করা ইলিশগুলো পরিমাপ করলে ৮৫০ কেজি হয়।

তিনি আরও বলেন, যার বর্তমান বাজার মূল্য ৯ লাখ ৫২ হাজার টাকা। মাছগুলো বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় চিনি জব্দ
ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের লক্ষ্যে বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ
বাংলাদেশে পণ্য রপ্তানিতে বড় ধাক্কা খেলো ভারত 
ভারত শক্তিশালী হলেও প্রতি ম্যাচেই জয় চান শান্ত