সোনারগাঁয়ে সওজের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের সড়ক ও জনপদের জায়গা ও ড্রেন দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় মারীখালি সেতুর পাশে ড্রেনের মুখ বন্ধ করে বালু ফেলে দখল করে দোকান নির্মানের অভিযোগ উঠেছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর দখলদারদের উচ্ছেদের জন্য নোটিশ ও সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও থেমে নেই দখলের কাজ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সোনারগাঁও মোগড়াপাড়া চৌরাস্তায় চরমেনিখালী মৌজায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশের সওজের জায়গায় জোরপূর্বক অবৈধভাবে বালু ভরাট করে স্থাপনা তৈরি করছে হাবিবপুর এলাকার মৃত মহারাজ মিয়ার ছেলে জিলানী ও আব্দুল কাদের গংরা।
স্থানীয় বাসিন্দারা জানান, মোগরাপাড়া চৌরাস্তা এলাকাটি জনবহুল ও গণবসতি পূর্ণ এলাকা। এই এলাকার পয়ঃনিষ্কাশনের পানি, বনবিভাগ, পাবলিক টয়লেটসহ কাচাবাজারের পানি এই ড্রেন দিয়ে মেনি খালি খালে পড়তো। অবৈধ বালু ভরাটের কারণে ড্রেনেজ ব্যবস্থাটি নষ্ট হওয়ায় অল্প বৃষ্টিতেই রাস্তায় হাটু পানি জমে গিয়ে জনগণের ভোগান্তি সৃষ্টি করে। স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি কর্মজীবী মানুষ এই রাস্তাটি দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনায় পড়েন। দিনের পর দিন জলাবদ্ধতার ফলে জমে থাকা ময়লা আবর্জনায় জনজীবন বিপর্যস্ত করে তুলেছে।
সরকারি জায়গা ও ড্রেন দখলকারী জিলানী ও আব্দুল কাদের গংদের এসব কাজে বাধা দিলে এলাকাবাসীর বিরুদ্ধে থানায় গিয়ে মিথ্যা অভিযোগ করে হয়রানি করেন তারা।
জিলানী গংদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে তদন্ত করতে যাওয়া এসআই আক ইসলাম বলেন, ‘জিলানী এবং তাদের কয়েকজন লোক সরকারি জমির পাশাপাশি ড্রেন ভরাট করার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে এলাকার কয়েকজন ব্যক্তি বাঁধা দেওয়ায় তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে প্রতিপক্ষ। এখানে এসে ড্রেন ভরাটের বিষয়টির সত্যতা পাওয়া গেছে।’
এ বিষয়ে অভিযুক্ত জিলানীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারি জায়গায় আমাদের পৈতৃক সম্পত্তি রয়েছে। সেই সুবাদে আমরা সরকারি জায়গাসহ ড্রেন ভরাট করেছি। তবে সরকার যদি প্রয়োজন মনে করে আমরা সরকারি জায়গা ছেড়ে দেবো।’
সড়ক ও জনপদের নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, ‘সরকারি জায়গা বা ড্রেন কাউকেই দখল করতে দেওয়া হবে না। এ বিষয়ে প্রকৌশলীকে পাঠিয়ে নোটিশ দেওয়া হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মন্তব্য করুন