• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

কবরস্থানে মিলল রিভলবার ও গুলি

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১১
ছবি : আরটিভি

সিরাজগঞ্জে যৌথ বাহিনী অভিযান চালিয়ে কবরস্থান থেকে একটি রিভলভার ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।

সোমবার (১৬) বিকেলে সিরাজগঞ্জ শহরের মালসাপাড়া পৌর কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, শহরের মালসাপাড়া কবরস্থানে অস্ত্র ও গুলি রয়েছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় কবরস্থানের ভিতর থেকে একটি পয়েন্ট টুটু ক্যালিভার রিভালবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযানে সেনাবাহিনীর লে. কর্নেল নাহিদ আল আমিন, ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল, সদর থানা পুলিশের এসআই সাইফুল ইসলাম, এসআই শরিফুল ইসলামসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

আরটিভি/এসএপি


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনের যাবজ্জীবন
জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে ধরা যুবক
জয়দেবপুরে সিরাজগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত
সিরাজগঞ্জে জোড়া খুনের মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড