• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার 

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩
মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার 
ছবি : আরটিভি

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে মো. হকসাব (৩৫) নামে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে হাতিয়ার নিমতলী এলাকার পূর্ব পাশে মেঘনা নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. হকসাব উপজেলার জাহাজমারা ইউনিয়নের নতুন সূখচর গ্রামের আবু তাহেরের ছেলে।

তিনি আমতলী ঘাটের রহিম মাঝির ট্রলারের জেলে হিসেবে সাগরে মাছ শিকারে যান।

মঙ্গলবার সকালে নিখোঁজ জেলেদের সন্ধানে স্থানীয় জেলেরা ট্রলার নিয়ে নদীতে খোঁজাখুঁজির সময় মরদেহটি দেখতে পান। পরে মরদেহটি উদ্ধার করে আমতলী ঘাটে নিয়ে আসেন তারা।

জেলেরা জানান, গত শুক্রবার ঝড়ের কবলে পড়ে রহিম মাঝির ট্রলারটি সাগরে ডুবে যায়। এতে নিহত হকসাবসহ ১৬ মাঝি মাল্লার সবাই নিখোঁজ হন।

এ দিকে রোববার সকালে স্থানীয় জেলেরা ১০ জনকে জীবিত উদ্ধার করেন। এর আগে অন্য একটি ট্রলার আরও দুজনকে জীবিত উদ্ধার করে। রহিম মাঝির ট্রলারের এখনও তিনজন নিখোঁজ রয়েছেন।

এ ব্যাপারে নিঝুমদ্বীপ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ রাকিবুল ইসলাম বলেন, ‘একজন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে সংবাদ পেয়েছি। একটু পরে ঘটনাস্থলে যাবে আমাদের একটি টিম।’

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেঘনায় ১০টি বাল্কহেড-ড্রেজারসহ আটক ৩৮
শার্শা সীমান্ত থেকে পৃথক দুটি মরদেহ উদ্ধার
পূর্বাচলের লেক থেকে সেই কলেজছাত্রীর বন্ধুর মরদেহ উদ্ধার
মেঘনায় নিখোঁজের দুদিন পর ভেসে উঠল যুবকের মরদেহ