ভাড়াবাড়ি থেকে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার
সাভারে ভাড়াবাড়ি থেকে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রিয়া আক্তার (২২) নামে এক নারীকে আটক করা হয়েছে। সোমবার তেঁতুলঝড়া ইউনিয়নের হরিণধরা এলাকায় একটি ভাড়াবাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার এসআই জহুরুল ইসলাম।
নিহত রিপন কাজী সরদার (৩৮) নামের ওই যুবক ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সোনাখোলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
অপরদিকে আটক প্রিয়া আক্তার নোয়াখালী জেলার মাইজদী থানার মৃত আব্দুর রহিমের মেয়ে।
উভয়েই সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হরিণধরা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।
এ বিষয়ে এসআই জহুরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। হত্যার পর থেকেই আটক নারী প্রিয়া আক্তারের স্বামী পলাতক রয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’
আরটিভি/এমকে/এআর
মন্তব্য করুন