• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

বন্যা দুর্গতদের জন্য ফেনীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৭

সম্প্রতি ঘটে যাওয়া বন্যাকবলিত এলাকাগলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা ছিল ফেনী জেলা। বন্যার পানি নেমে গেলেও এর প্রভাবে এই এলাকায় স্থানীয়দের মধ্যে পেটের পীড়া, চর্মরোগসহ বিভিন্ন রকম রোগ ছড়িয়ে পড়েছে। তাদের সুচিকিৎসায় আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ফেনী জেলার ফুলগাজী উপজেলার সরকারি পাইলট স্কুলে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

আরো উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ডা. মোস্তাক রহিম স্বপন, বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ড্যাবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. মো আবু নাছের, অধ্যাপক ডা. সিরাজুস সালেহীন, ডা. সারোয়ার, ডা. মোবারক হোসেন দুলাল, ডা. মেহবুব কাদির, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. মোস্তফা আজিজ সুমন, ডা. লাবিব, ডা. আকাশ, ডা. মোজাম্মেল, ডা. অহিদ মাসুম, ডা. দীপু, ডা. পাভেল, ডা. শাহীন আক্তার, ডা. সুরাইয়া আক্তারসহ আরও অনেক বিশেষজ্ঞ চিকিৎসক।

আরটিভি/ ডিসিএনই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাহফিল শেষে ফেরার পথে বাস উল্টে আহত ২০
মহান বিজয় দিবস উপলক্ষে ডিএসইসির সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
বিজয় দিবসে মুগদায় ফ্রি মেডিকেল ক্যাম্প
বিজয় দিবস উপলক্ষে শিক্ষাবৃত্তি প্রদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প