• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

ত্বকী হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৪
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে জেলার সদর থানাধীন চাষাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম ইয়ার মুহাম্মদ পারভেজ। তিনি চাষাঢ়া এলাকার আলী হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা গণমাধ্যমকে বলেন, সোমবার রাতে নারায়ণগঞ্জের চাষাড়া থেকে ইয়ার মোহাম্মদ ওরফে পারভেজকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে আমরা ত্বকী হত্যার ঘটনায় পারভেজের সম্পৃক্ততার তথ্য জানতে পেরেছি। যার কারণে তাকে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়।

ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় এ নিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এর আগে গত ৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে সাফায়েত হোসেন শিপন ও কালীরবাজার এলাকা থেকে মামুন মিয়া এবং ৯ সেপ্টেম্বর ঢাকার ধানমন্ডি থেকে কাজল হাওলাদারকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে ১১ সেপ্টেম্বর ঢাকার মিরপুর থেকে মামলার আরেক আসামি আজমেরী ওসমানের সাবেক গাড়িচালক জামশেদ শেখকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জের শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন ত্বকী। পরদিন তার ‘এ’ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশ হয়, যেখানে দেখা যায় মেধাবী ত্বকী পদার্থবিজ্ঞানে সর্বোচ্চ ৩০০ নম্বরের মধ্যে ২৯৭ পেয়েছেন। এরপর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরটিভি/আইএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ-মানববন্ধন
শাহবাগে লোকজন জড়ো করার চেষ্টা, আরেক সংগঠক গ্রেপ্তার
চিন্ময় দাস গ্রেপ্তার, যা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজহার গ্রেপ্তার