• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

হাত-পা মুখ বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৬
ছবি : আরটিভি

পটুয়াখালীর কলাপাড়ায় সংঘবদ্ধ দুর্বৃত্তরা হাত-পা, মুখ বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের আলাউদ্দিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেলও নিয়ে যায় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী বাড়ির মালিক আলাউদ্দীন মিয়া বলেন, আনুমানিক রাত ৩টার দিকে ১৩ সদস্যদের একটি ডাকাত দল বাড়ির অভ্যন্তরে প্রবেশ করে। এরপরে জানালার ফাঁকা দিয়ে দরজার হ্যাজবোল্ট খুলে ডাকাত দলের ৬-৭ জন সদস্য ঘরে ঢুকে হামলা চালায়। প্রথমে আমার ছেলে মো. মামুন মিয়ার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর আমি ও আমার স্ত্রী আমেনা বেগমের হাত-পা বেঁধে আটকে রাখে। পরে বাড়ির আসবাবপত্র ও বিছানা ওলটপালট করে ঘরে থাকা নগদ ১ লাখ ৯৭ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান কাগজপত্র লুটে নেয়।

তিনি আরও বলেন, ডাকাত দল প্রায় ২ ঘণ্টা ঘরের মধ্যে তাণ্ডব চালায়। এ সময় ডাকাত দলের বাকি সদস্যরা বাড়ির বাহিরে পাহারায় অবস্থায় ছিল।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ বলেন, দুর্বৃত্তদের এক সদস্যকে লুট করে নেওয়া মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

আরটিভি নিউজ/এএএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নসিমনের চাপায় গৃহবধূ নিহত
আমনের বাম্পার ফলন, সোনালি ধানে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন
পাল্টাপাল্টি পরকীয়ার অভিযোগ, স্ত্রীকে বাড়িছাড়া করতে যা করলেন স্বামী
পটুয়াখালীতে দাঁড়াশ ও পদ্ম গোখরা উদ্ধার